জিতের কত পরিবর্তন হয়েছে? ১৪ বছর পর আবার একসঙ্গে কাজ করার কথা নিশ্চিত করেছেন আয়েশা!!!

বাংলা সিরিয়ালে আয়েশা ভট্টাচার্যকে অনেকেই দেখেছেন। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দার কাজে মনোযোগ দিতে চান তিনি। জিতের সিনেমা ‘চেঙ্গিজ’-এর মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে তাকে।

এত বছর পর কি ‘চেঙ্গিস’-এর সেটে বুড়ো জিৎকে খুঁজে পেলেন আয়েশা?
আয়েশা ভট্টাচার্য ‘লাভানিয়ার সংসার’, ‘ও খানা’-এর মতো বেশ কিছু সিরিয়ালের জনপ্রিয় মুখ। তিনি পঞ্চাশের কন্যা। খুব অল্প বয়সে হঠাৎ করেই অভিনয় শুরু করেন তিনি। তবে তিনি তার সাফল্যের পুরো কৃতিত্ব অভিনেতা জিৎকে দিতে চান। আয়েশা আনন্দবাজার অনলাইনকে জানান।

14 বছর আগে জিতের সঙ্গে ‘ওয়ান্টেড’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন আয়েশা। নায়কের কাছ থেকে পাওয়া স্নেহ তার স্মৃতিতে এখনও তাজা। তাই এত বছর পর তিনি ‘চেঙ্গিস’-এর সেটে গিয়ে সেই পুরনো জিতের সঙ্গে দেখা করলেন।