সিরিয়াল থেকে সোজা সিনেমা, জিতের ‘চেঙ্গিজ’ ছবিতে থাকছেন স্টার জলসার এই নায়িকা!!!

সারা দেশে দক্ষিণী সিনেমা যেভাবে বেড়েছে তাতে বাংলা সিনেমা কোথাও কোণঠাসা হয়ে পড়েছে বলে মনে করছেন বাঙালিরা। বাংলায়ও বাংলা সিনেমার চেয়ে দক্ষিণী সিনেমা বেশি জনপ্রিয়। কিন্তু করোনা পরবর্তী যুগে আঞ্চলিক সিনেমা আর নির্দিষ্ট রাজ্য বা ভাষার মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলা সিনেমাও জিতের সাহায্যে প্যান ইন্ডিয়াকে ঝড় তুলে নেওয়ার সুযোগ পেয়েছিল।

হ্যাঁ, কেজিএফ-এর মতো পুষ্পের ছবি ‘চেঙ্গিস’-এরও ভারতে মুক্তির পরে 300-400 কোটি বা তার বেশি আয় করার সুযোগ রয়েছে। কারণ আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে চেঙ্গিস। বাংলা ছাড়াও হিন্দিতেও মুক্তি পাবে সারা দেশে। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় স্টার জলসা অভিনেত্রী সুভাষস্মিতা মুখার্জির।

জিতের ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে সুস্মিতাকে। আর শুভস্মিতা অর্থাৎ হরগৌরি পেস হোটেল সিরিজের নায়িকা এই অ্যাকশন মুভিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি মুক্তি পেয়েছে চেঙ্গিস সিনেমার ট্রেলার। ছবিটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে 2 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলা ছাড়াও সারা দেশে এই সিনেমা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে।

আসলে, চেঙ্গিস মুক্তির পরপরই সালমান খানের সাথে জিতের সংঘর্ষ হতে চলেছে। চেঙ্গিসের মুক্তির দিনেই মুক্তি পেতে চলেছে সালমান খানের কিসি কি ভাই কিসি কি জান। নির্মাতারা চাইলে সালমান খানের সঙ্গে এই সংঘর্ষ এড়াতে পারতেন। কিন্তু তা না করে মুক্তির দিনই ছবিটি মুক্তি দিয়ে বলিউডের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে চলেছেন সালমান।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ছবির বাজেট। বলিউডের প্রায় প্রতিটি ছবির বাজেট 100 কোটির কম নয়, নির্মাতারা 10 কোটি বাজেটের এই বাংলা ছবি তৈরি করেছেন। যার মধ্যে 8 কোটি টাকা খরচ হয়েছে ছবিটি তৈরি করতে এবং বাকি 2 কোটি টাকা খরচ হয়েছে ছবিটির প্রচারে।

অন্য কথায়, 21শে এপ্রিল ভারত জুড়ে পর্দায় সালমান খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। বর্তমানে, বলিউডের বাজারেও বিগ বাজেটের ছবির আধিপত্য রয়েছে ইন্ডাস্ট্রিতে। চেঙ্গিসের হাত ধরে সেই জায়গায় বাংলার নতুন ইতিহাস লিখবেন জিৎ।